অনার্স ৩য় বর্ষের ফরম পূরণের ফি কমানো হলো ।। Honours 3rd Year Form Fill Up Notice 2025/ NU Update

 



জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২৪ সালের অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষার ফরম পূরণের ফি কমিয়ে সংশোধিত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সংশোধিত বিজ্ঞপ্তি অনুযায়ী, ফরম পূরণ চলছে ২৬ অক্টোবর থেকে এবং চলবে ১৫ নভেম্বর পর্যন্ত। নতুন নির্দেশনায় পূর্ণ ও অর্ধ কোর্সসহ বিভিন্ন পরীক্ষার ফি আগের তুলনায় হ্রাস করা হয়েছে।





বিজ্ঞপ্তি অনুযায়ী, আবেদন ফরম পূরণ শুরু হয়েছে ২৬ অক্টোবর থেকে এবং চলবে ১৫ নভেম্বর পর্যন্ত। ডাটা এন্ট্রি নিশ্চয়নের শেষ সময় ১৬ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত এবং ফি জমা দেওয়ার সময় ১৭ থেকে ১৮ নভেম্বর বিকেল ৪টা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।
বিবরণী ফরম ও অন্যান্য কাগজপত্র ২০২৪ সালের অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষার ফলাফল প্রকাশের তারিখ হতে ৪ মাস পর্যন্ত সংশ্লিষ্ট কলেজে সংরক্ষণ করতে হবে। এসব কাগজপত্র আঞ্চলিক কেন্দ্রে জমা দেওয়ার প্রয়োজন নেই। 



সংশোধিত ফরম পূরণের ফি: পূর্ণ কোর্স (তত্ত্বীয়): ৩০০ টাকা; অর্ধ কোর্স (তত্ত্বীয়): ২৫০ টাকা; ব্যবহারিক প্রতি কোর্স: ৩০০ টাকা; ইনকোর্স পরীক্ষা ফি: ১৫০ টাকা (বিশ্ববিদ্যালয়ে) এবং ৩০০ টাকা (কলেজ ফান্ডে); কেন্দ্র ফি (তত্ত্বীয়): ৩৫৫ টাকা; কেন্দ্র ফি (ব্যবহারিক): ৪৫০ টাকা; অনিয়মিত/গ্রেড উন্নয়ন পরীক্ষার্থী প্রতি কোর্সে: ৬০০ টাকা; Conditional Promoted (C-Promoted) পরীক্ষার্থীদের অতিরিক্ত ফি: ১,৫০০ টাকা
পরীক্ষার্থীরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট http://ems.nu.ac.bd/student-login-এ গিয়ে নিজ রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে আবেদন ফরম পূরণ করতে পারবেন। এরপর প্রিন্ট কপি নিয়ে নির্ধারিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট বিভাগে ফিসহ জমা দিতে হবে।
শিক্ষার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে সব কার্যক্রম সম্পন্ন করার আহ্বান জানিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।



অনার্স ৩য় বর্ষের ফরম পূরণের ফি কমানো হলো 💰
এবার থেকে শিক্ষার্থীদের জন্য ফি আরও সহজলভ্য।
📌 বিশেষ তথ্য:
ফি কমানো হয়েছে শুধুমাত্র অনার্স ৩য় বর্ষের জন্য।
ফরম পূরণের শেষ তারিখ অবশ্যই মনে রাখবেন।
তাড়াতাড়ি করুন, সুযোগ হাতছাড়া করবেন না!
#অনার্স #৩য়বর্ষ #ফরমফি #শিক্ষা #নতুনসংবাদ #purnotacanvas.com

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
আমার ছবি

আসসালামু আলাইকুম ❤️ আমি মোঃ আরিফ হোসেন।

পেশায় আমি একজন ছাত্র এবং এই ওয়েবসাইটের এডমিন।

পড়াশোনার পাশাপাশি, আমি গত ৬ বছর ধরে আমার নিজস্ব ওয়েবসাইটে লেখালেখি করছি এবং আমার নিজস্ব ইউটিউব এবং ফেসবুকে কন্টেন্ট তৈরি করছি।

🌐 www.purnotacanvas.com
Signature

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Ok, Go it!