UNDERGRADUATE
ADMISSION (2025-2026)
খুলনা বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদন শুরু
mœvZK cÖ_g e‡l© fwZ©i wbqgvewj
খুলনা বিশ্ববিদ্যালয়ে ২০২৫-২৬
শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক প্রোগ্রামে ভর্তি আবেদন ৭ নভেম্বর শুরু হয়েছেন। বিজ্ঞপ্তিতে
মোট ১ হাজার ১০৯টি আসনে ভর্তি পরীক্ষার সময়সূচি ও নিয়মাবলি জানানো হয়েছে। ভর্তি আবেদন
৭ নভেম্বর শুরু হয়ে ২৭ নভেম্বর পর্যন্ত চলবে।
D- ইউনিট
খুলনা বিশ্ববিদ্যালয়ের
ব্যবস্থাপনা ও ব্যবসায় প্রশাসন স্কুলের আওতাধীন ব্যবসায় প্রশাসন ডিসিপ্লিনে ৪ বছর মেয়াদী
ব্যাচেলর অব বিজনেস এডমিনিস্ট্রেশন (বিবিএ) এবং হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট (বিবিএ
ইন এইচআরএম) ডিসিপ্লিনে প্রথম বর্ষে শিক্ষার্থী ভর্তি করা হবে। ভর্তি”ছু প্রার্থীদের নিকট হতে নিম্নবর্ণিত শর্তে
নির্ধারিত পদ্ধতিতে ভর্তির আবেদন আহ্বান করা যাচ্ছে । উল্লেখ্য যে, D- ইউনিট এর ভর্তি পরীক্ষা বিভাগীয়
শহর যথাক্রমে ঢাকা ও খুলনায় অনুষ্ঠিত হবে।
১। আবেদনের যোগ্যতা
(ক) প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক
হতে হবে।
(খ) ২০২২ বা ২০২৩ সালে অনুষ্ঠিত এসএসসি/সমমান
এবং ২০২৪ বা ২০২৫ সালে অনুষ্ঠিত এইচএসসি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থী ভর্তির জন্য
আবেদন করতে পারবে।
(গ) সকল বিভাগের (বিজ্ঞান, বাণিজ্য ও মানবিক)
ছাত্র-ছাত্রীগণ ভর্তির জন্য আবেদন করতে পারবে। এসএসসি/এইচএসসি/
সমমান পরীক্ষার উভয়টিতে ন্যূনতম জিপিএ
৩.৫০ এবং এইচএসসি/সমমানের পরীক্ষায় ইংরেজি বিষয়ে ন্যূনতম গ্রেড
পয়েন্ট ৩.০০ থাকতে হবে।
(ঘ) প্রার্থীর GCE
O-Level পরীক্ষায় ৩টি বিষয়ে এবং GCE O-Level
পরীক্ষায় ২টি
বিষয়ে ন্যূনতম B গ্রেড থাকতে হবে।
অনলাইনে আবেদনের সময়সীমা
০৭ নভেম্বর ২০২৫ থেকে ২৭ নভেম্বর ২০২৫ পর্যন্ত
বিশ্ববিদ্যালয়ের
অফিশিয়াল ওয়েবসাইট https://apply.ku.ac.bd/apply
কিভাবে আবেদন ফি পরিশোধ করবেন
?
কিভাবে আবেদন ফি পরিশোধ করবেন ?
আপনি রকেট অথবা বিকাশের মাধ্যমে নিম্নোক্তভাবে যেকোনো ইউনিটের ফিস পরিশোধ করতে পারবেন।
বিল নং ব্যবহার করে ফিস পরিশোধ করতে আপনার প্রোফাইলে প্রবেশ করে আবেদন করুন এবং Application Payment মেনুতে ক্লিক করুন।



_page1.jpg)
_page2.jpg)
_page3.jpg)






